নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে মঙ্গলবার চার ঘণ্টা ৩৯ মিনিটের লড়াইয়ে ৪-৬, ৪-৬, ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৪), ৬-৪ গেমে জেতেন ৩১ বছর বয়সী মারে।
মাঝে নিতম্বের চোটে ক্যারিয়ার হুমকির মুখে পড়ে গিয়েছিল মারের। অস্ত্রোপচারে সুস্থ হয়ে ওঠা এই ব্রিটিশ ২০১৯ অস্ট্রেলিয়ান ওপেনের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার এককে খেলতে নেমেছিলেন। দ্বিতীয় রাউন্ডে কানাডার ফেলিক্স অজি-আলিয়াসিমের মুখোমুখি হবেন ২০১২ ইউএস ওপেন চ্যাম্পিয়ন মারে।
টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার অভিযানে স্বদেশি ক্রিস্টি আনকে সহজেই ৭-৫, ৬-৩ গেমে হারান ৩৮ বছর বয়সী সেরেনা। তবে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন তার বোন ভেনাস উইলিয়ামস। গ্র্যান্ড স্ল্যামের এককে সাতবারের চ্যাম্পিয়ন ভেনাসকে ৬-৩, ৭-৫ গেমে হারান চেক রিপাবলিকের কারোলিনা মুচোভা।
নারী এককের দ্বিতীয় রাউন্ডে আরও উঠেছেন দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী গার্বিনে মুগুরুসা ও ব্রিটেনের জোহানা কনটা।