প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই উপ কমিটির সদস্য হলেন কাউন্সিলর মোঃ নাসির

প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই উপ কমিটির সদস্য হলেন কাউন্সিলর মোঃ নাসির

এইচ এম জাকির ঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে অনূর্ধ্ব ১৫ বয়সি প্রতিভাবান ফুটবল খেলোয়াড়  বাছাই এর লক্ষ্যে গঠিত উপ-কমিটির সদস্য হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসির। উল্লেখ্য যে অনূর্ধ্ব ১৫ বয়সীদের নিয়ে “ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২” উপলক্ষে প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম তদারকি উপলক্ষ্যে উপ-কমিটি গঠন করা হয়। গত ০৫/০১/২০২২ তারিখ ৭৩(৮) সূত্র মারফত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ স্বাক্ষরিত অনুলিপির মাধ্যমে জানা যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর ব্যবস্থাপনায় সারাদেশের সকল জেলা সমূহের অনূর্ধ্ব ১৫ বয়সি ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে “ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ “এর খেলা অনুষ্ঠিত হবে। উক্ত ডেভলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের খেলাসমূহ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন, প্রতিভাবান খেলোয়াড় বাছাই সহ বাংলাদেশ ফুটবলের উন্নয়নে বাফুফে কর্তৃক উপ-কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে কাউন্সিলর মোহাম্মদ নাসিরকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নেতৃবৃন্দ মনে করেন বাংলাদেশের ফুটবল উন্নয়নে অবদান ও প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা ক্রীড়াঅনুরাগী ও ক্রিয়া ক্ষেত্রে অবদানকারী কাউন্সিলর মোহাম্মদ নাসির এর পক্ষে সম্ভব। সাত সদস্য বিশিষ্ট উপ-কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসিরকে। উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় কাউন্সিলর মোহাম্মদ নাসির বলেন সকলের দোয়া, ভালোবাসা, আন্তরিকতায় বাংলাদেশ ফুটবলের উন্নয়নে তিনি আরো বেশী কাজ করতে চান, এজন্য তিনি সকলের সহযোগিতা সমর্থন প্রত্যাশা করেন।