এইচ এম জাকির ঃ
ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এওয়ার্ড ২০২২ পদক পেলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির। পশ্চিমবঙ্গের অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠানের আয়োজনে সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসিরকে পদকটি প্রদান করা হয়। অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমিনুল ইসলাম এর স্বাক্ষরিত সম্মাননা পত্রে জানা যায় ২৩ শে জুলাই ২০২২ ইং তারিখে পশ্চিমবাংলার দমদম ক্যান্টনমেন্টে দমদম মিউনিসিপেলিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশে সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসিরকে ক্রেস্ট এবং সম্মাননা পত্র প্রদান করা হয়। সামাজিক এবং মানবিক কাজে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান অতিথিবৃন্দ। এক প্রতিক্রিয়ায় ডিএনসিসি কাউন্সিলর মোঃ নাসির বলেন আমাদের দেশে অসহায় গরীব দুঃস্থ মানুষের সংখ্যা বেশি, তাদের পাশে থেকে ভাল কাজ করার লোকের সংখ্যা কম, আমি সবসময় চেষ্টা করি গরিব অসহায় দুঃস্থ মানুষের পাশে থেকে সামাজিক এবং মানবিক কাজ করে যেতে। সমাজের বঞ্চিত নিপীড়িত নিগৃহীত মানুষের পাশে থেকে সব সময় সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করে যাব তাদের ভাগ্য পরিবর্তনের জন্য। আমরা সকলে যদি প্রতিদিন একজন করে মানুষের পাশে থেকে, তাদের সমস্যার সমাধানের চেষ্টা করি, তাহলে আমাদের সমাজ দেশ পাল্টে যাবে। সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রতিনিয়ত আমাদেরকে জননেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নানাভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আমরা তার উৎসাহ অনুপ্রেরণা নিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব।