এইচ এম জাকিরঃ মোঃ সাইফুর রহমান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়ায় বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ। প্রধান প্রকৌশলী সাইফুর রহমান পদোন্নতি পাওয়ায় বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন কর্মঠ ও সম্মানিত প্রধান প্রকৌশলী ( গ্রেড-১) মোঃ সাইফুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুষার মোহন সাধু খাঁ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা), এস এম ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পানি সম্পদ), সভার সভাপতিত্ব করেন প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম মিয়া, সভাপতি, জনস্বাস্থ্য প্রকৌশল বহুমুখী সমবায় সমিতি লিঃ এবং সঞ্চালনায় ছিলেন মোঃ মোফাজ্জল হোসেন, সম্পাদক, জনস্বাস্থ্য প্রকৌশল বহুমুখী সমবায় সমিতি লিঃ। উপস্থিত ছিলেন অধিদপ্তরের প্রকল্প পরিচালকগন, তত্ত্বাবধায়ক প্রকৌশলীগন, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ভবনের এবং বাহিরের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সৌহার্দ্যপূর্ণ আলোচনা, স্মৃতিচারণ এবং চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বাবা মৃত্যুবরণ করায় তাঁর আত্মার মাগফেরাত কামনা, সম্মানিত অতিথি মোঃ সরোয়ার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পূ্র্ত) এর মাতা এবং খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জামানুর রহমানের মাতার সুস্থতা কামনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
২০২২-০২-১০