বনানীতে তা'লিমুল কুরআন বয়স্ক মাদ্রাসার দোয়া ও তবারক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

বনানীতে তা’লিমুল কুরআন বয়স্ক মাদ্রাসার দোয়া ও তবারক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃরাজধানীর বনানী কড়াইলে তালিমুল কুরআন বয়স্ক মাদ্রাসার উদ্যোগে বয়স্ক ও শিশু ছাত্র-ছাত্রীদের কল্যাণের লক্ষ্যে দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বুধবার তালিমুল কোরআন বয়স্ক মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সাত্তারের পরিচালনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদ্রাসার তত্ত্বাবধায়ক মোহাম্মদ জিয়াউর রহমান ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল চারজন শিক্ষকদের তত্ত্বাবধানে ৬০ জন বয়স্ক ছাত্র ও ৪০ জন শিশু-কিশোর ছাত্র-ছাত্রীদের কোরআন খতম শিক্ষা দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুস সাত্তার বলেন এলাকার গণ্যমান্য ও স্থানীয় কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজুর রহমানের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে, অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের কাছ থেকে কোনো বেতন নেওয়া হয় না,সম্পূর্ণ বিনা বেতনে পবিত্র কোরআন খতম শিক্ষার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ শিক্ষা প্রদান করে যাচ্ছেন। প্রতিষ্ঠানটি আরও ব্যাপক প্রসারের লক্ষ্যে এবং আরও ব্যাপক সংখ্যক ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদানের জন্য এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন, তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আরো বলেন অত্র মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের যেকোনো নাগরিক ইচ্ছা করলে প্রতিষ্ঠানে এসে এই মাদ্রাসায় সহযোগিতা প্রদান করতে পারবেন।