পঞ্চম বার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেলেন আলহাজ জামাল মোস্তফা

পঞ্চম বার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেলেন আলহাজ জামাল মোস্তফা

এইচ এম জাকির ঃটানা পঞ্চম বার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেলেন কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর  আলহাজ্ব মোঃ জামাল মোস্তফা। মঙ্গলবার ০৮.০২.২০২২ ইং তারিখ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোঃ মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত স্মারক নং৪৬.১০.০০০০.০০৬.৯৯.০০৪.২০.১ এ অফিস আদেশের মাধ্যমে জানানো হয় যে ০৯.০২.২০২২ তারিখ হতে ১৩.০২.২০২২ ইং তারিখ পর্যন্ত বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার প্রীতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মালদ্বীপে অবস্থান করবেন, দেশের বাহিরে অবস্থানকালীন আলহাজ্ব মোঃ জামাল মোস্তফা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জামাল মোস্তফা তার নিজ দায়িত্ব সহ মেয়র এর রুটিন দায়িত্ব পালন করবেন বলে অফিস-আদেশে স্পষ্ট ভাবে জানানো হয়। এক প্রতিক্রিয়ায় আলহাজ্ব মোঃ জামাল মোস্তফা বলেন তাকে একটানা পাঁচবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের প্রতিও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকাবাসীর প্রতিও তিনি তার সুস্থতা এবং সফলভাবে দায়িত্ব পালন করার জন্য দোয়া প্রার্থনা করেন।