ক্রীড়া সংগঠক কাউন্সিলর নাসির বাংলাদেশ ফুটবল ফেডারেশন উন্নয়ন কমিটির সদস্য নির্বাচিত

ক্রীড়া সংগঠক কাউন্সিলর নাসির বাংলাদেশ ফুটবল ফেডারেশন উন্নয়ন কমিটির সদস্য নির্বাচিত

এইচ এম জাকির ঃ 

বনানী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসির বাংলাদেশ ফুটবল ফেডারেশন উন্নয়ন কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ১৩.০৯.২০২১ ইং তারিখ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন স্বাক্ষরিত অনুলিপিতে ক্রীড়া সংগঠক ও গুলশানের অল কমিউনিটি ক্লাবের পরিচালক মোহাম্মদ নাসির কে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উন্নয়ন কমিটির সদস্য নির্বাচিত করা হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উন্নয়ন কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করায় ক্রীড়া সংগঠক কাউন্সিলর মোহাম্মদ নাসির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এক প্রতিক্রিয়ায় কাউন্সিলর মোহাম্মদ নাসির বলেন ক্রীড়া সংগঠক হিসেবে আমাকে মূল্যায়িত করায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে, আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাবো, বাংলাদেশ ফুটবলকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে,ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও সকল কর্মকর্তাদের নেতৃত্বে কাজ করে যাব। এছাড়াও তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড এর অন্তর্গত সকল নাগরিক ও এলাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উন্নয়ন কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কাউন্সিলর মোহাম্মদ নাসিরকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও বনানী থানা ও ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাংলাদেশ ফুটবলের উন্নয়নে নিজেকে উজাড় করে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে কাউন্সিলর মোহাম্মদ নাসির সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।