নিখিল-নুসরাত দন্ধ, সম্পর্ক এখন আদালতে পরবর্তী শুনানি অগাস্টে

নিখিল-নুসরাত দন্ধ, সম্পর্ক এখন আদালতে,পরবর্তী শুনানি আগস্টে

কলকাতা: নিখিল জৈন ও নুসরত জাহানের মামলার পরবর্তী শুনানি হবে ১৮ অগাস্ট। আলিপুর আদালত এমনই নির্দেশ জারি করেছে। জানা গিয়েছে, ২০ জুলাই এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন আদালতে মামলা না ওঠায় নতুন তারিখ ঘোষণা হয়েছে।

বেশ কয়েক মাস আগেই নিখিল ও নুসরাতের সম্পর্কে ভাঙন ধরেছে। যার জেরে আদালতের দ্বারস্থ হন নিখিল। তারপরই বিবৃতি দেন নুসরত। নিখিল ও তাঁর আইনত বিয়েই হয় নি, তাঁরা শুধুই সহবাস করেছেন। তাই বিচ্ছেদের কোনও প্রশ্নই আসে না বলে স্পষ্ট জানিয়েছেন নুসরাত। পাশাপাশি, নিখিল ও তাঁর পরিবারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন তিনি।

এই ঘটনার পরই পালটা তাঁর অভিযোগ করে নিখিল বলেন, ‘নুসরত আইনসম্মত বিয়ে করতে চাননি বলে রেজিস্ট্রি করাতে দেয় নি।