রানিমা বাজিমাত করতে পা রাখছেন এবার ওয়েব সিরিজে

রানিমা বাজিমাত করতে পা রাখছেন এবার ওয়েব সিরিজে

কলকাতা: ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’র  অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ দিয়েই ভার্চুয়াল বিনোদনের জগতে পা রাখছেন দিতিপ্রিয়া।

পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়ের ‘তানসেনের তানপুরা’ সিরিজের তৃতীয় সিজনে দেখা যাবে দিতিপ্রিয়াকে। ২০২০ সালের ২৬ জুন মুক্তি পেয়েছিল তানসেনের তানপুরা সিরিজের প্রথম সিজন। সে বছর নভেম্বর মাসেই দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল। নতুন সিজন পরিচালনা করবেন জয়দীপ মুখোপাধ্যায়।

করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকে রাসমণির চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। জানা গিয়েছে, কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন দিতিপ্রিয়া। দর্শকমহলে রানিমা হিসেবেই জনপ্রিয় তিনি। ওটিটি প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে শীঘ্রই এই সিরিজের নতুন সিজনের নাম জানানো হবে।