এইচ এম জাকিরঃ
অনলাইন গণমাধ্যম ঢাকা টুয়েন্টিফোর লাইভের যাত্রা শুরু। তাদের যাত্রায় বিডিপ্রেস টোয়েন্টিফোর ডটকমের সহ সম্পাদক জাকির হোসেন শুভকামনা জানান এবং তাদের সাফল্য কামনা করেন।বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে নতুন অনলাইন গণমাধ্যম হিসেবে যাত্রা শুরু করলো নিউজপোর্টাল ঢাকাটুয়েন্টিফোরলাইভডটকম।শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় নিজস্ব কার্যালয়ে এক জমকালো ঘরোয়া আয়োজনে অতিথি, সংবাদকর্মী, সাংবাদিক নেতাদের উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির উদ্বোধন করা হয়।
পোর্টালটির উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের আ্যসাইনমেন্ট এডিটর সিনিয়র সাংবাদিক পারভেজ খান।
এ সময় উপস্থিত ছিলেন পত্রিকাটির সম্পাদক মাহমুদ হোসাইন, মাহেক্স ওয়ার্ড ওয়াইডের ম্যানেজিং ডিরেক্টর আশেক হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য গোলাম মুজতবা ধ্রুব।
জ্যেষ্ঠ সাংবাদিক পারভেজ খান বলেন, সততা, ধৈর্য, একনিষ্ঠতা ও কর্তব্যপরায়ণতা যদি ঠিক থাকে তাহলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। কামনা করছি প্রতিষ্ঠানটি ধৈর্যর সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এগিয়ে যাবে, পাঠকপ্রিয়তা অর্জনে সবাইকে ডিঙ্গিয়ে যাবে।নিউজপোর্টালটির সম্পাদক মাহমুদ হোসাইন বলেন, বস্তুনিষ্ঠ ও বৈচিত্রময় সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে নিউজপোর্টাল ঢাকাটুয়েন্টিফোরলাইভডটকমের যাত্রা শুরু হলো। মানসম্মত সাংবাদিকতা চর্চার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের একটি গণমাধ্যম হিসেবে গড়ে উঠবে এমন প্রত্যাশা করেন তিনি।মাহেক্স ওয়ার্ড ওয়াইডের ম্যানেজিং ডিরেক্টর আশেক হোসাইন বলেন, পোর্টালটির পাতায় পাতায় ব্যতিক্রমী সংবাদ প্রচারের মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। দ্রুত বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে নিউজপোর্টালটি অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য গোলাম মুজতবা ধ্রুব বলেন, এখন ডিজিটাল যুগ। অনলাইন সংবাদ মাধ্যম ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মূলধারার নিউজপোর্টাল হিসেবে প্রতিষ্ঠানটি পাঠকের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবে বলে আশা করি।তিনি বলেন, সত্যের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় যে কোনো পত্রিকার ভিত্তি। বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মাধ্যমে পাঠকদের সচেতনতায় পোর্টালটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি বিশ্বাস করেন।
২০২১-০৯-১২