মোল্লাহাটে বেপরোয়া চালিত ইটবোঝাই ট্রলি/ট্রাকের চাপায় বাইসাকেল আরোহী নিহত

মোল্লাহাটে বেপরোয়া চালিত ইটবোঝাই ট্রলি/ট্রাকের চাপায় বাইসাকেল আরোহী নিহত

মোল্লাহাটে বেপরোয়া চালিত ইটবোঝাই ট্রলি/ট্রাকের চাপায় বাইসাকেল আরোহী মোঃ আবুবক্কার শেখ (১৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার কামার গ্রামে লিয়াকত শেখের বাড়ি সংলগ্ন মোল্লাহাট-চিতলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবুবক্কার শেখ নিকটস্থ ভান্ডারখোলা গ্রামের মোঃ রবিউল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শি সুত্র জানায়-শিশুটি কামার গ্রাম থেকে বাইসাকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমতাবস্থায় বিপরিত দিক হতে বেপরোয়া গতির ট্রলি/ট্রাক তার সাইড অতিক্রম করে শিশুটির সাইডে গিয়ে তাকে চাপা দেয়। ওই ইট বোঝাই ট্রলির চাকায় শিশুটির মাথা পিষে গিয়ে তাৎক্ষণিক মৃত্যু হয়।
মোল্লাহাট থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ শাহিন জানান, তিনিসহ কয়েক পুলিশ সদস্য দুর্ঘটনা স্থল থেকে শিশুটির মৃত দেহ উদ্ধার ও ঘাতক ট্রলি-ট্রাক আটক করেছেন এবং পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য নিহত শিশুটির পরিবারের মতামতের অপেক্ষায় আছেন।এলাকাবাসীর দাবি এধরনের জানবহন বন্ধ করা হেোক দ্রুত।