এইচ এম জাকির ঃ
খেলাধুলায় ব্যাস্ত থাকি মাদককে দূরে রাখি এই স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু হতে যাচ্ছে ডিএনসিসি মেয়র কাপ ২০২১ইং।ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি মেয়র’স কাপ-২০২১ শুধু একটি টুর্নামেন্টই নয় এটি মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন।
১৬ই অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ তারিখ রোজ- শনিবার রাতে রাজধানীর বনানীতে শেরাটনের গ্র্যান্ড বলরু্মে “ডিএনসিসি মেয়র’স কাপ- ২০২১” এর “ট্রফি ও জার্সি উন্মোচন” উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অনুপ্রেরণায় প্রথমবারের মতো এই টুর্ণামেন্ট শুরু হতে যাচ্ছে বলে ডিএনসিসি পরিবার অত্যন্ত আনন্দিত।
মোঃ আতিকুল ইসলাম বলেন, “খেলাধুলায় ব্যাস্ত থাকি, মাদককে দূরে রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই ফুটবল, ভলিবল ও ক্রিকেট এই তিনটি ইভেন্ট নিয়ে টুর্নামেন্টটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ৫৪ জন সাধারণ কাউন্সিলর এবং ১৮ জন সরক্ষিত নারী কাউন্সিলরের তত্ত্বাবধানে তিনটি ইভেন্টের দলগুলো গঠিত হবে। ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কোন নাগরিক নিজ নিজ ওয়ার্ডের দলভূক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।
মোঃ আতিকুল ইসলাম বলেন, আগামী ২৫শে অক্টোবর দল রেজিষ্ট্রেশনের শেষ তারিখ, ৩০শে অক্টোবর অনুষ্ঠিত হবে দল বিভাজনের ড্র এবং ২৩শে নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ফুটবল খেলার মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হবে। তিনি বলেন, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরী করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। ডিএনসিসি মেয়র বলেন, খেলাধুলার সঙ্গে যুবসমাজ যতবেশি সম্পৃক্ত থাকবে তারা ততবেশী সুস্বাস্থ্যের অধিকারী হবে, চিন্তা-চেতনায়, মন-মননে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি উন্নত হবে।
মোঃ আতিকুল ইসলাম আরও বলেন, সবাই মিলে সবার ঢাকাকে দখল ও দূষণমুক্ত করে সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এবং স্বাগত বক্তা হিসেবে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা বক্তৃতা করেন। চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমার সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল খান সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সাবেক ফুটবল খেলোয়ার শেখ মোহাম্মদ আসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ।
২০২১-১০-১৮