এইচ এম জাকির ঃ
বুধবার রাজধানীর বনানী কড়াইল টিএনটি মাঠে ঢাকাস্থ নান্দাইল সমিতির উদ্যোগে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। কাবাডি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন কড়াইল আদর্শনগর এলাকাবাসীদের নিয়ে গঠিত দুটি দল।একটি হলো বিবাহিতদের নিয়ে গঠিত ও অপরটি হল অবিবাহিতদের নিয়ে গঠিত। খেলার ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির। ঢাকাস্থ নান্দাইল সমিতির প্রধান উপদেষ্টা বনানী থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরিদ খানের সার্বিক তত্ত্বাবধানে।ঢাকাস্থ নান্দাইল সমিতির সভাপতি জুনায়েদ মনির সাধারণ সম্পাদক সোহাগ ও সাংগঠনিক সম্পাদক নায়েব আলী মিয়ার পরিচালনায় কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় স্থানীয় আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অবিবাহিতদের দল বিজয়ী হয়। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির বলেন খেলাধুলায় হার-জিত থাকবেই একদল হারবে আরেক দল জিতবে। মন খারাপ করা যাবে না, সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সমাজ বিনির্মাণে কাজ করে যেতে হবে, বিজয়ীদের প্রতি রইল শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা। ঢাকাস্থ নান্দাইল সমিতির নেতৃবৃন্দের হাতে তিনি উভয় দলের খেলোয়ারদের জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। বিজয়ী এবং পরাজিতদের হাতে তিনি নির্ধারিত পুরস্কারের ট্রফি এবং মেডেল তুলে দেন।
২০২১-০৮-১৯