বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের মুজিব শতবর্ষ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের মুজিব শতবর্ষ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

এইচ এম জাকির ঃ মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে বাংলাদেশ  আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে মুজিব শতবর্ষ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়ীদুর রহমান ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি সাইফুল আলম মানিক দপ্তর সম্পাদক এম এইচ এনামুল হক রাজু সহ প্রমূখ। এছাড়াও বিভিন্ন জেলা মহানগর থানা ওয়ার্ড ও ইউনিট এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন ইতিহাসের রাখালরাজা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশের ইতিহাসে অনেক নেতা এসেছে কিন্তু কেউই স্বাধীনতার স্বাদ দিতে পারেনি, শুধুমাত্র বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্বাদ দিতে পেরেছিলেন। বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছিল বলেই আমরা গর্ব করে বলতে পারি  আমরা বাঙালি বাংলা আমার ভাষা বাংলাদেশ আমাদের দেশ। মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষভাবে স্মরণ করার একটি সুযোগ তৈরি করে দেয়ার জন্য তারই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ  করেন বক্তাগণ।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে পরে একটি বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।