ডেক্স রিপোর্ট ঃ ভোলা সদরের ২নং পূর্ব ইলাশা ইউনিয়ন এর অন্তর্গত পূর্ব ইলিশা মৌজার জংশন বাজারে নতুন বেরিবাধের সাথে খাল দখল করে মসজিদ নির্মাণ করেন ইমাম কামাল হোসেন ও মোঃ আলী মাঝি গংরা। গত ২০.০৭.২০২১ ইং তারিখে সাংবাদিক মোঃ জাকির হোসেনের জমিতে সীমানা নির্ধারণ পিলারগুলো গায়েব করে ফেলে মোঃ আলী মাঝি। এ ব্যাপারে মোঃ আলী মাঝির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন ইমাম কামাল হোসেন এবং কমিটির নির্দেশে তিনি সীমানা নির্ধারণ পিলারগুলি সরিয়ে ফেলেন। উল্লেখ্য যে মোঃ আলী মাঝির মুদির দোকান থেকে শুরু করে লোকমান হোসেনের ট্রান্সপোর্ট এর দোকান পর্যন্ত জায়গাগুলো মোঃ জাকির হোসেনের পিতা মরহুম জয়নাল আবেদীনের ক্রয়কৃত সম্পত্তি। এ জায়গাটি আনুমানিক প্রায় ২০ বছর আগে মরহুম জয়নাল আবদীন কন্টাকটার এর নিকট থেকে মাটি ভাড়া নিয়ে সবুর মেম্বার নামক জনৈক ব্যক্তি দোকান উঠিয়ে ব্যবসা শুরু করেছিলেন।

সাংবাদিক জাকির হোসেনদেরকে মাটি ভাড়া দিতেন প্রতি মাসে মাসে। জনৈক সবুর মেম্বার মোঃ আলী মাঝির নিকট দোকান ঘরটি রাতের আধারে বিক্রি করে উধাও হয়ে যায়। শত চেষ্টা করেও যখন জয়নাল আবদীন কন্টাকটার সবুর মেম্বারকে খুঁজে পায়নি। তখন মোঃ আলী মাঝিকে তার জায়গার ভাড়ার জন্য চাপ দিলে তিনি সমাধান করবেন বলে দীর্ঘদিন যাবত মিথ্যা আশ্বাস দিয়েছেন। এক পর্যায়ে মরহুম জয়নাল আবেদীন কন্টাকটার পরলোক গমন করলে তার ছেলে জাকির হোসেন মোঃ আলী মাঝিকে বিষয়টি সমাধানের তাগিদ দিলে তিনি সমাধান করবেন করবেন করতে করতে অনেকদিন ঘুরাঘুরি করলেন, তারপর নদী ভাঙ্গার সমস্যা দেখালেন। বিশেষভাবে উল্লেখ্য যে বিগত দুই তিন মাস আগেও ইলিশা ইউনিয়ন যুবলীগ নেতা ট্রান্সপোর্ট ব্যবসায়ী লোকমান হোসেন এর মাধ্যমে সমাধানের কথা বলেও মোঃ আলী মাঝি বিষয়টি সমাধান করেননি।

সাংবাদিক মোঃ জাকির হোসেন বলেন সাধারণ মানুষের ব্যবহারকৃত খাল দখল করে সরকারি নির্দেশনা অমান্য করে মসজিদ নির্মাণ করে অবৈধ বন্দোবস্ত গ্রহীতাদের নিকট থেকে দলিল নিয়ে এখন অন্যের জায়গা দখলের পাঁযতারায় লিপ্ত রয়েছে মসজিদের ইমাম কামাল হোসেন কমিটির সদস্য মোঃ আলী মাঝি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সরকারি জায়গা কতিপয় ব্যক্তি কিভাবে দলিল দিলেন, মসজিদ কমিটি কিভাবে দলিল নিলেন এ বিষয়গুলো সংশ্লিষ্ট প্রশাসনের অবশ্যই খতিয়ে দেখা উচিত। সরকারি জায়গা যে কেউ ইচ্ছা করলেই কি দলিল দিতে পারেন। বর্তমান মসজিদ কমিটির কতিপয় ব্যক্তি সরকারি জায়গার উপর মসজিদ নির্মাণ করে দলিল নিয়ে এখন অন্যের জমি, দোকানপাট অবৈধভাবে দখল করার নানা কূটচালে লিপ্ত রয়েছে। বিশ্বস্ত সূত্র মারফত শোনা যায় মসজিদ কমিটিতে সরকারবিরোধী ব্যক্তিবর্গ মসজিদে জামাত সমর্থিত লোকজনদেরকে নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারের বিরুদ্ধে এবং জননেতা তোফায়েল আহমদের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার নানা চক্রান্তে লিপ্ত রয়েছেন বলেও শোনা যায়। এ ব্যাপারে কামাল হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এই জমি মরহুম জয়নাল আবেদীন কন্টাকটারের ক্রয় কৃত সম্পত্তি আমরা সবাই বসে একটা সমাধান করে দিব। বর্তমান সরকারের বিরুদ্ধে চক্রান্তের ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তিনি এক নং ওয়ার্ডের অন্তর্গত কয়েকটি মসজিদের সাথে সম্পৃক্ত বলেও শোনা যায়।