ভয়াবহ ভূমিকম্প আলাস্কায়, সুনামির সতর্কতা জারি

ভয়াবহ ভূমিকম্প আলাস্কায়, সুনামির সতর্কতা জারি

ওয়াশিংটন: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা পেনিনসুলা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.২। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু ভয়াবহ ভূমিকম্পের কারণে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

জানা গিয়েছে, আলাস্কার পেরিভিলি গ্রামের থেকে ৯১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। পেরিভিলি আলাস্কার বৃহত্তম শহর অ্যানকোরেজ থেকে ৫০০ মাইল দূরের ছোট একটি গ্রাম। ভূমিকম্পের পরে আরও ৭টি আফটার শক অনুভূত হয়েছে।

ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে দক্ষিণ আলাস্কায় সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চল হিনচিনব্রুক থেকে ইউনিমাক এলাকা পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়েছে।