দীর্ঘ বিরতির পর আসছে স্বপন কিবরিয়ার ধুমকেতু

দীর্ঘ বিরতির পর আসছে স্বপন কিবরিয়ার ধুমকেতু

এইচ এম জাকির ঃ
বাংলাদেশ টেলিভিশনের সুরকার ও  সঙ্গীত পরিচালক স্বপন কিবরিয়া দীর্ঘ বিরতির পর গানের জগতে ফিরে আসছেন তার নতুন অ্যালবাম ধুমকেতু নিয়ে। ভিন্ন স্বাদের নতুন গান দিয়ে সাজানো হয়েছে ধুমকেতু শিরোনামের অ্যালবামটি। নিজের কথা ও সুরে তার প্রথম একক গানের অ্যালবাম ‘তোমার অপেক্ষায়’ বেরিয়ে ছিল তার স্কুল জীবনে ৯৬ সাল একুশের বইমেলায়। ১২ টি গানের ওই অ্যালবামটিতে চারটি গানে তার সহশিল্পী হিসেবে গিয়েছিল  বর্তমান এন টিভির সংবাদ পাঠিকা এবং নিউজ ব্রোডকাস্টারসঃ অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি মুমতাহিনা হাসনাত রীতু। সেই অ্যালবামটির মিউজিক হয়েছিল কলকাতায় সঙ্গীত পরিচালক ছিলেন শিবেশ বিশ্বাস। তারপর বাংলাদেশ টেলিভিশনে অডিশন দিয়ে স্বপন পর্যায়ক্রমে উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হন গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী হিসেবে। তার কথা ও সুরে গান করেছেন বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী প্রখ্যাত প্রয়াত সুবীর নন্দী শাম্মী আক্তার আবিদা সুলতানা শাকিলা জাফর খুরশিদ আলম ফেরদৌস আরা ইয়াসমিন মুশতারী রিজিয়া পারভীন সহ অনেক নামিদামি গুণী শিল্পী। খুরশিদ আলম ছাড়া উল্লেখিত প্রায় সকলের সাথেই স্বপন কিবরিয়া গেয়েছেন একাধিক ডুয়েট গান যা তার ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। এছাড়া সঙ্গীতের উপর রয়েছে তার একাধিক সম্মাননা পদক যার মধ্যে উল্লেখযোগ্য হলো এশিয়ান জার্নালিস্ট চ্যারিটেবল সোসাইটি কর্তৃক স্বাধীনতা সম্মাননা পদক ২০০৯, মহান মে দিবস সম্মাননা পদক, আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা পদক ও একাত্তরের স্মৃতি পদক সহ আরো অনেক পদক। সংগীতের শুরু থেকেই তার স্বপ্ন ছিল সে বড় বড় লিজেন্ড দের কে নিয়ে গান করবে এবং সেই স্বপ্নকে সে বাস্তবায়ন করেছে যার প্রমান তার ইউটিউব চ্যানেলে রয়েছে। নিজের ব্যবসায়িক ব্যস্ততার কারণে তিনি দীর্ঘদিন গান থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন। সবচেয়ে মজার ব্যাপার হলো গানের জগতে তিনি আবার নতুন করে নতুন আঙ্গিকে ফিরে আসছেন দীর্ঘ বিরতির পরে। খুব শীঘ্রই আমরা তা দেখতে পাবো। সম্প্রতি তার চারটি গানের মিউজিক ভিডিও নিয়ে কাজ চলছে যার প্রথম গানের শিরোনাম হবে ধুমকেতু। স্বপন তার ধুমকেতু গান নিয়ে বলেন দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে নতুন ধরনের স্বাদ নিয়ে ধুমকেতু শিরোনামের গানটি নিয়ে আসছি যা শুনে দর্শক অনেক আনন্দিত হবে ভিন্ন স্বাদের মজা পাবে। গতানুগতিক মিউজিক ভিডিওর বাইরে গিয়ে ভিন্ন চিন্তা ধারা নিয়ে ধুমকেতু নির্মাণ করতে যাচ্ছি যা শুনে সত্যি দর্শক অনেক আনন্দিত হবে, আলাদা কিছু খুঁজে পাবে। পহেলা জানুয়ারি ধুমকেতু শিরোনামের গানটি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু তার অসুস্থতার কারণে মুক্তি পেতে বিলম্বিত হচ্ছে। খুব শিগগিরই একটি ট্রাজিক পরিণতির প্রতিচ্ছবি ও নতুন চমক নিয়ে মুক্তি পেতে যাচ্ছে স্বপন কিবরিয়ার ধুমকেতু।