এইচ এম জাকির ঃ
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে তারুণ্যের তর্জনী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় বুধবার ০৮ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকীর উৎসব “তারুণ্যের তর্জনী” শীর্ষক প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে দেশ সেরা ১০০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে। রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ড. হাসান মাহমুদ এমপি, মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
বিশেষ অতিথি ড. আনোয়ার হোসেন খান, সংসদ সদস্য, লক্ষ্মীপুর-০১
সম্মানিত অতিথি লুৎফর রহমান খান, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আকতার হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হেদায়েত হোসেন। চারটি ক্যাটাগরিতে ১০০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়, অন্যান্য বিজয়ীদেরকে নিজ নিজ জেলায় সংগঠনের জেলা নেতৃবৃন্দের মাধ্যমে পুরস্কার প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়। বাংলাদেশের ইতিহাসে পেশাজীবী সংগঠনের মধ্যে এই প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এত ব্যাপক আয়োজন অনুষ্ঠিত হয় বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে। কর্মসূচিতে কেন্দ্রীয় কমিটি মহানগর নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২০২১-১২-০৮