এইচ এম জাকির ঃ
বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের( রেজিঃ নং বি ২১২৯) ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম। নির্বাচন কমিশন চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি গঠনের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর শনিবার গোপন ব্যালটে ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে,যে সকল সদস্য নির্বাচনে প্রার্থী হবেন, তারা প্রত্যেকে নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত মনোনয়নপত্র কমিশনের দপ্তরে অফেরৎযোগ্য নির্ধারিত ফি’র বিনিময়ে জমা দিয়ে গ্রহণ করতে পারবেন। ১০.০৯.২০২১ ইং ও ১১.০৯.২০২১ ইং তারিখ সকাল ১০ টা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র জমা নেওয়া হয়। ১২.০৯.২০২ ইং সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই ১৩.০৯.২০২১ বিকাল ২ ঘটিকা হতে ৪ ঘটিকা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১৪.০৯.২০২১ইং ১১ ঘটিকায় চূড়ান্ত প্রার্থী তালিকা নির্বাচন কমিশনের দপ্তরে প্রকাশিত ও প্রচারিত হবে।১৬.০৯.২০২১ইং সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকার মধ্যে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২৫.০৯.২০২১ ইং সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত মাঝখানে এক ঘণ্টা বিরতি দিয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ৩৫ টি পদের জন্য একাধিক প্রার্থীরা নানা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রধান নির্বাচন কমিশনার মোঃ সিরাজুল ইসলামের সাথে নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন মোঃ আব্দুর রহিম ও মোহাম্মদ ফুকন মিয়া। নির্বাচন কমিশন স্পষ্টভাবে উল্লেখ করেন এই বিধিমালা ও তফসিল সকল সদস্যের অবগতির জন্য এবং যথাযথভাবে অনুসরণ করার জন্য সাধারণ বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ ও প্রচার করা হবে।