এইচ এম জাকির ঃ বাংলাদেশ জনসাস্থ্য প্রকৌশল অফিস সহকারী সমিতির রংপুর সার্কেলের সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ সাধারণ সম্পাদক খাদিজা তুল কোবরা। গত ০৪/০৯/২০২১ ইং তারিখে রংপুর সার্কেলের ১১ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক কৃপানাথ পাল সাংগঠনিক সম্পাদক বিপুল কুমার রায় অর্থ সম্পাদক তারেকুজ্জামান দপ্তর সম্পাদক কামরুজ্জামান প্রচার সম্পাদক মোঃ হাসান মোরশেদ মহিলা সম্পাদক মোছাঃ কামরুন্নাহার সদস্য আব্দুস সাত্তার ও উত্তম কুমার। ১১ সদস্য বিশিষ্ট রংপুর সার্কেল কমিটি অনুমোদন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জনসাস্থ্য প্রকৌশল অফিস সহকারী সমিতির আহ্বায়ক স্বপন মিয়া উদ্বোধক ছিলেন সদস্য-সচিব মিলন হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জনসাস্থ্য প্রকৌশল অফিস সহকারী সমিতির যুগ্ম আহ্বায়ক মোঃ মোফাজ্জল হোসেন। রংপুর সার্কেল কমিটির সভাপতি আবদুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাদিজা তুল কোবরার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জনসাস্থ্য প্রকৌশল অফিস সহকারী সমিতির নেতৃবৃন্দের মধ্যে সোহেল অহিদুল মনোয়ারসহ প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জনসাস্থ্য প্রকৌশল অফিস সহকারী সমিতির বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ ও সদস্যগণ।
২০২১-০৯-০৭