অবসর ভাতা ও অবসর গ্রহণ সুবিধা পরিকল্প প্রবর্তন করায় ডিএনসিসি মেয়রকে শ্রমিক-কর্মচারী লীগের অভিনন্দন

অবসর ভাতা ও অবসর গ্রহণ সুবিধা পরিকল্প প্রবর্তন করায় ডিএনসিসি মেয়রকে শ্রমিক-কর্মচারী লীগের অভিনন্দন

এইচ এম জাকির ঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর কর্মকর্তা কর্মচারীগণ এর অবসর ভাতা ও অবসরকালীন সুবিধা পরিকল্প প্রবর্তন করায় মেয়র আতিকুল ইসলাম কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডিএনসিসির শ্রমিক-কর্মচারী লীগের নেতৃবৃন্দ।২৭শে মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীগণ এর দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হল। উল্লেখ্য যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিগত ২১•১২•২০২০ খ্রিস্টাব্দ তারিখের দ্বিতীয় পরিষদের চতুর্থ কর্পোরেশন সভার আলোচ্য সুচির ১১ নং এ ডিএনসিসির কর্মকর্তা ও কর্মচারীগণের অবসর ভাতা ও অবসর কালীন সুবিধা পরিকল্প প্রবর্তনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত বিষয়ে বিগত০৩•০২•২০২১ইং তারিখে ডিএনসিসির অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটি কর্তিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ এর অবসর ভাতা ও অবসরকালীন সুবিধা প্রণয়নের ব্যাপারে সুপারিশ করা হয়। তারই ধারাবাহিকতায় অবসরভাতা ও অবসর গ্রহণ কালীন সুবিধা সংক্রান্ত নির্দেশিকা মেয়র কর্তৃক অনুমোদিত হয়। ২৫•০৫•২০২১ ইং তারিখে ৪৬•১০•০০০০•০২৫•১৩•২৩৩•২০১৫•১৯৪ নং স্মারকে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন করে নির্দেশিকা জারি করা হয়। এ অবস্থায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯ এর বিধি ৬২ ও ৬৩ নং অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবসর ভাতা ও অবসর গ্রহণ সুবিধা পরিকল্প প্রবর্তন করা হয়। অবসর ভাতা ও অবসরগ্রহণ কালীন সুবিধা পরিকল্প প্রবর্তন করায় ডিএনসিসির শ্রমিক কর্মচারী লীগ( রেজিঃ নং ৪৬৯৮) এর নেতৃবৃন্দ মেয়র আতিকুল ইসলাম কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গতকাল নগর ভবনে অবসর ভাতা ও অবসর গ্রহণকালীন সুবিধা প্রবর্তন করার ব্যাপারে ডিএনসিসির সকল কর্মকর্তা-কর্মচারীগণকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রমিক-কর্মচারী লীগের নেতৃবৃন্দ। শ্রমিক কর্মচারী লীগের সভাপতি বজলুল মুহাইমিন বকুল সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রোকন কার্যকরী সভাপতি মোঃ হারুন মিয়া সহ-সভাপতি সাইদুল ইসলাম চৌধুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নেতৃবৃন্দ বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত দাবি অবসরভাতা ও অবসরগ্রহণ কালীন সুবিধা প্রবর্তন করা, তা বাস্তবে রূপদান করেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। মেয়র মহোদয় আমাদেরকে ঋণী করে গেলেন,তার ঋণ আমরা কিভাবে পরিশোধ করব বুঝতে পারছি না, তার কাছে সকল কর্মকর্তা-কর্মচারী ঋণী হয়ে থাকল, তিনি কর্মকর্তা-কর্মচারীদের মনের ভাষা বোঝেন বলেই আজকে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত দাবিটি বাস্তবায়ন করলেন,এর জন্য ডিএনসিসির শ্রমিক কর্মচারী লীগের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।